
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তানোর প্রেস ক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন, বিশেষ দোযা মোনাজাত, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন, শিক্ষার্থীর মধ্যে চিত্রাঙ্কন রচনা কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, খেলা ধুলা, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ।
এসব কর্মসুচীতের সভাপতিত্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা টিএইচও ডাক্তার বার্নাবাস হাসদাক, প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওছার হোসেন, তানোর সবা রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ অফিসার সুমন মিয়া, সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন প্রমুখ।
এছাড়াও পুরো উপজেলার দেড় শতাধিক স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত হয়েছে।