
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে ।এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
আজ শনিবার সকালে শহরের গোয়ালচামটস্থ মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি ফলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মো. কামরুল আহসান তালুকদার, এবং জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন পুলিশ সুপার মো: শাহজাহান, পিপিএম।
দিবসটিতে ফরিদপুর বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, একটি বর্নাঢ্য বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন,শ্রদ্ধাঞ্জলী অর্পন সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন এফডিএর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, বিএফএফ নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আরশাফ,সহ প্রমূখ।