ফরিদপুরে নানা আয়োজনে মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার ভোরে শহরের গোয়ালচামট শহীদ স্মৃতি স্তম্ভে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ফুলের শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন সহ দোয়া অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য একটি বিজয় র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শেখ জামাল স্টেডিয়ামে এসে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসকের সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা কুজকাওয়াজ ছাড়াও গণকবর জিয়ারত, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচসহ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।
এর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।