
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ আংগারিয়া ইউপির রুপাশিয়া গ্রামের সন্তান পটুয়াখালী জেলা শহরের চড়পারাস্থ নিবাসী ভাষা সৈনিক ,বিশিষ্ট ঠিকাদার, ব্যবসায়ী,সমাজসেবক, আলহাজ্ব আবুল হোসেন আবু মিয়া মারা গেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। র্বাধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকি সাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। দুই পুত্র, চার কন্যা সন্তান সহ অগণিত গুণগ্ৰহী রেখে গেছেন। দুমকির বাড়িতে জোহর বাদ প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক ঈদগাহ মাঠে আসর নামাজবাদ দ্বিতীয় জানাযা শেষে মরহুমের মরদেহ পটুয়াখালী মুসলিম গোরস্থানে দাফন করা হবে। তার গ্রামের বাড়ির জানাযায় অংশগ্রহণ করেন জাতীয় র্পাটির কো চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আংগারিয়া ইউপি চেয়াম্যান গোলাম র্মতুজা শুক্কুর, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব
আজাহার আলী মৃধা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার। জানাযার নামাজ পড়ান দুমকি উপজেলা জমিয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ। খ্যাতিমান, র্বষীয়ান, জনসেবক আলহাজ্ব আবুল হোসেন আবু মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, জাতীয় র্পাটির কো চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চুন্নু মিয়া, দুমকি সিনিয়র নাগরিক সমাজের
আহ্বায়ক অধ্যাপক মজিবুর রহমান খান, সদস্য সচিব প্রকৌশলী আলহাজ্ব আমির হোসেন সহ দুমকি দলিল লেখক সমিতি, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আবুল হোসেন আবু মিয়া পটুয়াখালী শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতার মৃত্যুতে দুমকির নিজ বাড়িতে রবিবার তার দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।