
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন।
ব্যাপক উ সাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুমকি উপজেলা প্রশাসন আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর, শনিবার সকালে দুমকি উপজেলা পরিষদ চত্তরে র্নিমিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, নবাগত উপজেলা র্নিবাহী অফিসার অনামিকা নজরুল, দুমকি থানা অফিসার ইনর্চাজ তারেক মোঃ আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম র্মতুজা শুক্কুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক , শাহ জাহান আকন সেলিম, উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতার্কমীদের সঙ্গে নিয়ে বিজয় দিবসে এ শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ উপজেলা আ.লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগ সহযোগী সংগঠনের নেতার্কমীরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের সংর্বধনা এবং বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা শির্ক্ষাথীদের নিয়ে কুজকাওয়াজ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।