প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ১:৩৬ অপরাহ্ণ
চট্টগ্রাম শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল

চট্টগ্রামে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সরকারি প্রশাসনিক কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক,সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মহান বিজয় দিবস-১৬ ডিসেম্বর ২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে স্বাধীনতার বিজয় স্তম্ভ, শহীদ বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ভ ,মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক এ মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে ১৬ ডিসেম্বর শনিবার মহান ভোর হতেই চট্টগ্রামে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা,কর্মচারী সংস্থা ও সংগঠন, রাজনৈতিক সংগঠন, মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠন, মহানগর বিএনপি, অঙ্গসংগঠন, ছাত্র ইউনিয়ন,গন অধিকার পরিষদ, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সাড়িবদ্ধ ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযোদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও বিভিন্ন স্কুল, কলেজের ক্যাডেট, ভলেন্টিয়াররা সু-শৃংখল,সাড়িবদ্ধ ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে সহযোগিতায় তৎপর থাকতে দেখা যায়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.