
সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উদযাপন। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কেটে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম এবং পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।
এ সময় শিশুদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মেহেজাবিন ইসলাম মাইসা, কালেক্টরেট স্কুলের ছাত্রী জান্নাতুল ইসলাম নুরিন।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি জেলা পুলিশের কর্মকর্তা, ঝালকাঠির বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র- ছাত্রী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলার জয় স্মার্ট সেন্টার’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।