
শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান বিজয় দিবস এ উপলক্ষে বিজয়ের শুভেচ্ছা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
মেহেদী আরব ১ম জাতীয় নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য নরসিংদী-৫(রায়পুরা) আসনে ইউনিটি ফর বাংলাদেশ ইসলামী মহাজোট নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইসলামী শাসনতন্ত্র পরিষদ চেয়ারম্যান স্থানীয় সরকার হযরত ঈসা( আঃ) আব্দুল্লাহ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, স্বশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ও আত্মদানকারী সকল শহীদদের, বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগ ও যাদের বীরত্বের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ। আমি সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ,২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত আমাদের এ বিজয়। জাতীয় বিজয় দিবস। বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।