
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে মসজিদে জুমার নামাজ আদায় করতে বাঁধা দেয়ায় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের আ: খালেক মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণেএ ঘটনা ঘটে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে মসজিদে জুমার নামাজ আদায় করাকে কেন্দ্র্র করে পূর্ব শত্রুতার জেরে বাশবাড়িয়া আ: খালেক মৃধা বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে জানা গেছে। এ হামলায় ৬/৭ জন আহত হয়েছে এবং ২ জনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো: জাহাঙ্গীর মৃধা, মো: আমিনুল ইসলাম মৃধা, সালমা
বেগম, খালেদা বেগম, আছিয়া বেগম, সাকিলা বেগম ও আ: খালেক মৃধা। সূত্র জানায়, ঘটনার দিন বাশবাড়িয়া গ্রামের আ: খালেক মৃধা বাড়ির মো: মোকলেছ মৃধা (৬০) ও মো: মন্নান মৃধার নেতৃত্বে ৮/৯ জন লোক দেশীয়
অস্ত্রসস্ত্রসহ একই বাড়ির মো: জাহাঙ্গীর মৃধা ও মো: আমিনুল ইসলাম মৃধা সহ আরও ৪/৫ জনের উপর হামলা চালায় এতে জাহাঙ্গীর মৃধা ও আমিনুল মৃধা হাড়ভাঙাসহ
গুরুতর জখম হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়। গুরুত্বর আহত হাওয়ায় মো: জাহাঙ্গীর মৃধা ও মো:আমিনুল ইসলাম মৃধাকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব মো: ফেরদৌস আলম খান বলেন, ‘ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।