
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সংসদীয় ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের বিরুদ্ধে ” দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ – এ ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
আজ (১৪ ডিসেম্বর)২৩ইং তারিখ বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরতলী রাসেল স্কয়ার আওয়ামী লীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত
প্রতিবাদ পাঠ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলি আশরাফ পিয়ার।
লিখিত প্রতিবাদে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (একে আজাদ) তাঁহার নিজের মিডিয়া দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর মাধ্যমে নৌকার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হকের বিরুদ্ধে নাগরিকত্ব মিথ্যাচার ও অপপ্রচার ধারাবাহিক ভাবে প্রকাশ করার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানান।
বক্তব্যে আরো বলেন, আব্দুল কাদের আজাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন পত্র দাখিল করে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার অপচেষ্টা করছেন। তিনি নির্বাচন শুরুতে নৌকার মনোনীত প্রার্থী শামীম হকের ভাবমূর্তি নষ্ট ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন দেশি-বিদেশি চক্রান্তকারীদের এজেন্সি হিসাবে তাঁর মালিকানাধীন দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এ ধারাবাহিকভাবে শামীম হকের নাগরিত্ব সহ বিভিন্ন যোগ্যতা নিয়ে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার করে চলেছে। যাহা নিন্দনীয় ও সম্মানহানি কর। আমরা এই অপ সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা আজ সকল মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আব্দুল কাদের আজাদ( একে আজাদ)কে জানাতে চাই অর্থের জোরে মিডিয়ার মালিক হয়ে এই ধরনের ঘীর্ণ অপু তরব্রতা, অসত্য বিবৃত প্রচার থেকে বিরত থাকেন। তা না হলে তার এই অপপ্রচারের সূত্র ধরে আগামী দিনে বাংলাদেশ রাজনীতি ভয়াবহ শংকটে পড়বে।যার দায়ভার আপনি এরাতে পারবেনা। উক্ত সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।