প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ
আখাউড়ায় পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে পিটিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মা ও ছেলে কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন , দেবগ্রামের ফুরকান মিয়ার পুত্র মো. তোফাজ্জল হোসেনে(১৯) এবং তোফাজ্জল এর মা ফরিদা বেগম (৪৫),
জানা গেছে, দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের শাহআলম মিয়া (৫০) তার নেতৃত্বে উক্ত মা ছেলের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।
এ বিষয়ে আখাউড়া থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো.নূরে আলম বলেন, এবিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে ব্যাবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.