ঢাকা, বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
আমতলীতে দুই ডাকাত গ্রেপ্তার
ক্ষেতলাল থানায় হামলা ও চাঁদাবাজির পৃথক ২টি মামলা দায়ের
লাকসামে কর্মহীন-হতদরিদ্র দুইশ’ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ
মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাতকে আ’লীগের চার নেতাকর্মী গ্রেফতার
পুলিশ সদস্যকে অপহরণ অস্ত্র সহ ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুলাই শহীদের মেয়েকে গণধর্ষণ
হত্যা মামলায় সরাইল উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা,গ্রেফতার ৬
পল্লবীতে সড়ক দখল করে বসা মেলায় পুলিশের উচ্ছেদ অভিযান,স্থানীয়দের স্বস্তি
মা মোবাইল ভেঙ্গে ফেলায় ফাঁস নিল কিশোরী
৩১ লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে জাল টাকাসহ যুবক আটক

দশমিনা থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তালগাছ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় গ্রাম-বাংলা থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তালগাছ। ৩.২২১.৩১ বর্গকিলোমিটার এই পটুয়াখালী জেলার ৮টা উপজেলার ৮৮২ টি গ্রামের বিভিন্ন এলাকায় একসময় পরিপূর্ণ ছিলো এই তালগাছে। ঐতিহ্যবাহী পরিবেশ বান্ধব তালগাছ গ্রাম বাংলা থেকে আজ তা বিলুপ্তির পথে।

তাল পাতা দিয়ে ঘর ছাওয়া, তালপাতার চাটাই মাদুর, হাতপাখা, পুতুল, লেখবার পুঁথিসহ ইত্যাদি বহুবিধ সামগ্রী তৈরী হয় এমনকি তালের কাট দিয়ে বাড়ি,ও নৌকা তৈরি করা হতো। কিন্তু সময়ের পরিবর্তনে গ্রামাঞ্চল থেকে আজ হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ তালগাছ।

তালের ফল এবং বীজ দুই-ই বাঙালির জন্য সুস্বাধু খাদ্য। তাল গাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে মিছরি, গুড়, পাটালি, তৈরি করা হতো। তালে রয়েছে ভিটামিন এ, বি ও সি, জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়ামসহ অনেক খনিজ উপাদান। তালগাছকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ এক কবিতায় লিখেছিলেন, “তালগাছ, এক পায়ে দাড়িয়ে, উকি মারে আঁকাশে, সব গাছ ছাড়িয়ে,।

” রবীন্দ্রনাথ তাল গাছকে একাকী এক পায়ে দাঁড়িয়ে থাকার কারণে ধ্যানী বলে উল্লেখ করেছেন। অপরদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাল গাছকে এক পায়ে দাঁড়িয়ে থাকার কারণে, ক্লাসে পড়া না পারা ছাত্রের সাথে তুলনাও করেছেন। আমাদের দেশের পরিবেশ বান্ধব এই তাল গাছ আজ বিলুপ্ত প্রায়। তাল গাছের পাতার সাথে সুপরিচিত বাবুই পাখির সুনিপুণভাবে তৈরী পাতার সাথে ঝুলানো বাসা (আশ্রয়স্থল) সকলের পরিচিত।

আজকাল আর আগের মতো গ্রামগঞ্জে শত শত পাখির কিচির-মিচির ডাক আর মনোরম দৃশ্য চোখে পরে না। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি হয়ে উঠছে বিরাগভাজন। সময় মত বৃষ্টি না হওয়া, আবার অতিবৃষ্টি, কালো মেঘের বজ্রপাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বজ্রপাতে প্রাণহানির সংখ্যা এত বেশি যা ভাবিয়ে তুলছে। এ অবস্থায় তাল গাছ রোপণ, হেফাজত ও রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ প্রয়োজন।

উপজেলার কৃষক রফিক, সাথে কথা বলে তালগাছ সম্পর্কে যানাযায়,“তাল গাছের পুরো অংশই মানুষের কাজে বা উপকারে আসে। এ গাছ রোপন করলে তাতে বেশী জমি দখল করেনা এবং জমিও বেশি নষ্ট হয় না। এ গাছের জন্য কোন সার ঔষুধ ব্যবহার করতে হয়না। পরিচর্যাকারীর তো কোন প্রয়োজনই হয় না। রোপন করার ৮থেকে ১২ বছর পরে তাল গাছে ফল ধরে। এ গাছ খুব শক্ত-পোক্ত হওয়ায় ঝড় বন্যায় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। কৃষকরা দাবী করে বলেন, এ বিষয়ে সরকারি সাহায্য সহযোগিতা এবং তদারকি থাকলে হয়তো গাছগুলো একটু বেশি করে রোপন করা হত।”

এবিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহম্মেদ বলেন,, তাল গাছ রোপনের ব্যাপারে আমরা কৃষকদের উদ্ভুদ্ধ করি এবং গতবছর বেতাগী ও দশমিনা সদর কৃষকদের মাঝে ৫০০ আটি দিয়েছি। কিন্তু আগের তুলনায় তাল গাছ একটু কম। তিনি আরও বলেন এ বিষয়ে আমাদের কোন অর্থ বরাদ্ধ নেই।

শেয়ার করুনঃ