
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)মো: আব্দুল মন্নান, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি অফিসার এনামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষাঅফিসার ত্রিরতন চাকমা,সহকারী শিক্ষাঅফিসার আক্তার উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবীর দেব,সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, আহবায়ক আব্দুল হামিদ,
সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে পালন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন।