কুড়িগ্রামে চোরাই অটোসহ দুইজন আন্ত:জেলা অটো চোরচক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো.রুহুল আমীন।
তিনি বলেন, বুধবার ( ১৩ ডিসেম্বর ) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর থানাধীন শাপলা চত্বর থেকে খলিলগঞ্জ রেল ক্রসিং এর মধ্যবর্তী ফাঁকা জায়গায় যাত্রীর বেশে অটোতে থাকা চোর সিন্ডিকেট দলের ২ জন সক্রিয় সদস্য স্টেশনপাড়া (জকরিয়াপাড়া) এলাকার মো. শরিফুল ইসলাম ওরফে কামরুল হাসান ওরফে আরিফুল ইসলাম ওরফে কাজল (২৪) এবং হরিকেশ (কানিপাড়া) এলাকার মো. মারুফ হাসান মেহেদি (২৮) তাদের কাছে থাকা ধারালো চাকু গলায় ধরে ভয় দিখিয়ে অটো নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম অটো চালক কুড়িগ্রাম থানা পুলিশের শরণাপন্ন হয়ে মামলা রুজু করলে তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর ) রাতে লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ি এলাকা থেকে অটো চোরচক্রের মুলহোতাকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত অটোটি আসামীদের দেয়া তথ্য মতে কুড়িগ্রামের রাজারহাট থেকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত চোরচক্রের মুল হোতা অন্যান্য জেলা থেকেও দীর্ঘদিন অটো চুরি/ছিনতাই করেছে। শুধু তাই নয়, অটো চুরির উক্ত হোতা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দীও প্রদান করেছেন।
ডিআই/এসকে