
কুড়িগ্রামের কচাকাটায় ডলার প্রতারক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের মংলারকুটি নামক স্থানে জনৈক মো. হারুন-অর রশিদ (৪৩)-কে টাকার বিনিময়ে ডলার প্রদানের প্রলোভন দেখিয়ে একটি ডলার প্রতারক চক্রের কয়েকজন সক্রীয় সদস্য তার নিকট হতে ২,১৭,০০০/- টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ভিকটিম মামলা দায়ের করলে কচাকাটা থানার একটি চৌকস টিম উক্ত প্রতারক চক্রের মূল হোতা মো. আব্দুর রশিদ ওরফে কুত্তা রশিদ ও অন্যতম সক্রিয় সদস্য মো. লাল মিয়া(৩৮) নামে দুইজন কে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তকালে জানা যায় যে, আসামীগণ এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের সহিত বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র লোকজনকে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে এলাকায় ডেকে এনে টাকা পয়সা হাতিয়ে নিতো। অভিযুক্ত মো. লাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদানের মাধ্যমে প্রতারণার সমস্ত ঘটনা বর্ণনা করেন ও দোষ স্বীকার করেন । আসামিদের দেয়া তথ্য মতে উক্ত চক্রের অন্যান্যদের পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
ডিআই/এসকে