ইমতিয়াজ আহমেদ ইমন, মাভাবিপ্রবি প্রতিনিধি :সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৃহত্তম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (সিএসএস) সপ্তমবারের মতো তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।শুক্রবার (২০ জুন) সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান (বাপ্পী)।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতিইমরান হোসাইন (বুটেক্স), আশিকুর রহমান রানা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইদুল ইসলাম (চৌহালী সরকারি কলেজ), পিয়ারুল ইসলাম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়),যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সায়মন (আইইউবিটি), মুছা মিয়া (পাবনা মেডিকেল কলেজ), আসাদুল ইসলাম (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ), নাহিদ হোসেন (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নুরুল ইসলাম (সিটি ইউনিভার্সিটি), জোনায়েদ ইসলাম পলক(ইসলামিক বিশ্ববিদ্যালয়),সাংগঠনিক সম্পাদক হাবিব মুহিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাসেল রানা (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন,“সততা, মানবিকতা ও সৃষ্টিশীল চেতনার শক্তিকে ধারণ করে আমরা ‘সচেতন ছাত্র সমাজ’—CSS—নতুন দায়িত্ব গ্রহণ করছি। চৌহালীর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী এক বছরে শিক্ষাবৃত্তি কর্মসূচি বিস্তৃত করব। পাশাপাশি স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডের মতো কার্যক্রমের মাধ্যমে মানবিক উন্নয়নে কাজ করব।”সাধারণ সম্পাদক রাকিবুল হাসান (বাপ্পী) বলেন,“CSS শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের জন্য কাজ করার একটি অঙ্গীকার। আগামীতে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে কাজ করব। ভবিষ্যত কর্মপরিকল্পনায় শিক্ষায় উৎসাহ, স্বাস্থ্যসেবা এবং বিপদে সহায়তা বিষয়ক কর্মসূচি থাকবে। আমাদের লক্ষ্য—চৌহালীকে একটি মানবিক ও সচেতন মডেল উপজেলায় রূপান্তর করা।”উল্লেখ্য ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সচেতন ছাত্র সমাজ (সিএসএস) শুরু থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবায় নিবেদিত। সংগঠনটি:গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান,বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড আয়োজন,ভর্তি সহায়তা ও একাডেমিক ক্লাস পরিচালনা,রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসেবা ক্যাম্প, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ,আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।প্রায় এক দশক ধরে চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
কমিটির আংশিক তালিকা প্রকাশের পর আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা।