
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে এক কৃষকের পরিবারকে মারধর ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কৃষক আরিফুল ইসলাম নিরাপত্তার স্বার্থে আট জনকে অভিযুক্ত করে গত ২০ নভেম্বর বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামের, মনিরুল ইসলাম , হাবিবুর রহমান, নাসির, সোবহান, রাজু, মনছের আলী, বেলাল আমিন ও ফিরোজ।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে কৃষক আরিফুল ইসলামের বিরোধ ছিল। এক পর্যায়ে অভিযুক্তরা গত ১৯ নভেম্বর সকালে বাড়ির সামনে থাকা কৃষক আরিফুল ইসলামের ফলজ ও বনজ গাছ এলোপাথরীভাবে কর্তন করে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি সাধনসহ মারধর করে এবং তারা বাড়ির আসবাবপত্র ভাংচুরসহ নগদ টাকা স্বর্ণালংকার নেওয়ার ও অভিযোগ উঠেছে। তখন আরিফুল ইসলাম জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
অভিযুক্ত মনিরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
অভিযোগের দায়িত্বে থাকা বিরামপুর থানর এসআই মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগের ব্যাপারে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বাদী ও বিবাদী’কে নিয়ে বসে সমাধান করার আশ্বাস দেন।