
বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মোরেলগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরবৃন্ধ শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সেের সভাকক্ষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, নবাগত মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.সামসুদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, মোরেলগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী,উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া স্হানীয় সুধীজন। আলোচনা সভায় ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনী ও রাজাকার, আলবদর আল-শামস বাহিনী কর্তৃক নির্মম, নিষ্ঠুরভাবে হত্যাকান্ডের শিকার দেশের সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে সরকারি এস এম কলেজ, রওশানআরা মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়।