
রাজবাড়ী জেলার সদর থানা এলাকার কালুখালী থানার চাঞ্চল্যকর ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী অপহরণ করে ধর্ষণের ঘটনার মামলার আসামী ওহিদ মন্ডল(২০)’কে গ্রেফতার করেছে র্যাব-১০,সিপিসি-৩, ফরিদপুর।
গতকাল (১৩ ডিসেম্বর)২৩ইং তারিখ মঙ্গলবার রাত ৯টার দিকে ফরিদপুর র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানার উদয়পুর, ভবানীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ওহিদ মন্ডল (২০), পিতা-টিটু মন্ডল, সাং-বাস্তেখোলা, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করেন।
এই সংক্রান্তে র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।গত ২৫/১০/২০২৩ইং তারিখ সকাল অনুমান ৮টায় স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে আগে থেকেই ওতপেতা থাকা ওহিদ মন্ডল ছাত্রীর মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে মোটরসাইকেল করে অপহরণ করে আসামীর খালার বাসায় নিয়ে যায়।
এবং ৯ দিন তার খালার বাসায় আটকে রেখে আসামী ওহিদ জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। সেখান থেকে আবার তাঁর মামার বাড়ি নিয়ে আরো ৬ দিন আটকিয়ে রেখে ধর্ষন করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ওহিদ মন্ডল উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন।এরপর গত ০৯/১১/২৩ ইং তারিখে আসামী ওহিদ মন্ডল স্কুল ছাত্রীকে তার বাড়িতে ফেলে রেখে চলে আসে। এ সংক্রান্তে বিজ্ঞ কোর্টের আদেশে রাজবাড়ী জেলার কালুখালী থানায় ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ করে ধর্ষণ মামলা রুজু করেন। মামলা রুজুর পর হতেই আসামী ওহিদ আত্মগোপনে চলে যায়।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।