
দিনাজপুর জেলার বিরামপুরে পৌর শহরের লিমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে রুপা (২৭) নামে একজনকে কারাদন্ডসহ জড়িত থাকার অপরাধে দুই দোকান সিলগলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর পৌর শহরের ষ্টেশন রোড লিমা আবাসিক হোটেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুরাদ হোসেন। এসময় লিমা আবাসিক হোটেলে আসামিক কার্যকলাপের অপরাধে রুপা (২৭)কে আটকপূর্বক ১৫ দিনের কারাদন্ড ও ৫০ টাকা জরিমানাসহ একাজে জড়িত থাকার অপরাধে বিসমিল্লাহ লন্ড্রি হাউজ ও স্টাইল গার্মেন্টস দুইটি দোকান সিলগলা করা হয়।
কারাদন্ড প্রাপ্ত হলেন, রুপা (২৭) খুলনা জেলার খুলনা সদর থানার বিলখোলা রোড টুটপাড়া মহল্লার আকাশ ইসলাম এর স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুরাদ হোসেন জানান, লিমা আবাসিক হোটেলে আসামিক কার্যকলাপের অপরাধে রুপা (২৭)কে আটক পূর্বক ১৫ দিনের কারাদন্ড ও ৫০ টাকা জরিমানাসহ একাজে জড়িত থাকার অপরাধে বিসমিল্লাহ লন্ড্রি হাউজ ও স্টাইল গার্মেন্টস দোকান দুইটি সিলগলা করা হয়েছে।