
ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী এক যুবক মুসলিম সেজে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের এক মুসলিম মেয়ের সাথে প্রেম সম্পর্ক স্থাপন করে। যুবকের নাম গোপাল মল্লিক (৩২)। সে অরুয়াইলের চুনিলাল মল্লিকের ছেলে।
ধর্মীয় ভাবে অমুসলিম হয়েও সে নিজের ধর্ম পরিচয় গোপন রেখে এই মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সাথে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন। পরে ওই তরুণী গোপালের ধর্মীয় পরিচয় জানতে পেরে তাকে এড়িয়ে চলতে শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে তরুণীকে অন্তরঙ্গের মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন গোপাল মল্লিক।
বুধবার (১৩ ডিসেম্বর) গোপাল মল্লিক অন্তরঙ্গ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণী তার কয়েকজন স্বজনকে নিয়ে অরুয়াইল বাজারে গোপালের দোকানে গিয়ে গোপালকে চরথাপ্পড় মারেন। বিষয়টি আশেপাশের দোকানদাররা জানতে পেরে সরাইল থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনার স্থলে উপস্থিত হয়ে আসামী ও ভিকটিমকে থানায় নিয়ে আসে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপালের নামে নারী নির্যাতন ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।