
তরুন-তরুনী দুজনের মাঝে প্রেম।প্রেম থেকে দৈহিক সম্পর্ক। অতঃপর প্রেমের সম্পর্কের জেরে গোপনে তোলা ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেল করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রেমিক তরুনকে পেটালেন তার ভুক্তভোগী প্রেমিক। সাথে ছিলেন তরুনীর স্বজনরা।
পিটুনীর শিকার প্রেমিকের নাম গোপাল মল্লিক (৩২)।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারের চুনিলালের মিষ্টির দোকানে।
পিটুনীর শিকা গোপাল মল্লিক উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুরের চুনিলাল মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপাল মল্লিক নিজের ধর্ম পরিচয় গোপন রেখে এক মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
প্রেমের জেরে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। গোপাল সুকৌশলে অত্যন্ত গোপনীয় ভাবে তাদের দুজনের মধ্যে সংগঠিত অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো ধারন করে রাখেন। এক সময় তরুণী তার প্রেমিক গোপালের ধর্মীয় পরিচয় জানতে পেরে তাকে এড়িয়ে চলতে থাকেন। এরপর থেকে গোপাল গোপনীয় ভাবে তুলে রাখা তাদের দুজনের অন্তরঙ্গ ছবি তরুণীকে দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন গোপাল।
বুধবার (১৩ ডিসেম্বর)গোপাল তার ও তরুনীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছেড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী তরুণী তার কয়েকজন স্বজনকে নিয়ে গোপালের দোকানে গিয়ে গোপালের প্রেমিক তরুণী গোপালের ওপর চড়াও হয়ে চরথাপ্পড় মারেন। তার সাথে থাকা স্বজনরা গোপালকে তার দোকান থেকে বের করে মারধর করেন। পরে স্থানীয়রা তাদেরকে শান্ত করতে ও পরিস্থিতি যাতে না বাড়ে সে জন্য তারা
পুলিশকে খবর দেন। খবর পেযে পুলিশ এসে অভিযুক্ত গোপাল ও তরুণীকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ছবির মাধ্যমে গোপাল তরুণীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।