
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৮ অক্টোবর বুধবার সকাল ১১ ঘঠিকার সময় দিবসটি উপলক্ষে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে শেখ রাসেল এর শুভ জন্মদিনের কেক কেটে উদযাপন করা হয়েছে।পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী মোঃ শামসুল আলম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই হচ্ছে শেখ রাসেল, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী,সহকারী শিক্ষক কনক বড়ুয়া, মোঃ রফিক আহমদ,মোঃ জামাল উদ্দিন, মোছাঃ আয়সা বেগম, গণমাধ্যম কর্মী প্রমুখ। আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের অংশগ্রহণে চিত্র অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।