
ঝালকাঠির রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা সহ মো. পারভেজ সরদার (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানার নেতৃত্বে উপজেলার উত্তর মনোহরপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী পারভেজ রাজাপুর সদরের মোঃ সাখাওয়াত সরদার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান।
এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে গাঁজাসহ এক জনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে তাকে আদালত প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।