নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে ছোট বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।
মিছিলের একটি ভিডিও দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও দৃশ্যে দেখা গেছে, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায় মিছিলটির নেতৃত্ব দিয়েছেন। এতে দলটির ২০-২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিল শেষে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দু-তিন মিনিট বক্তৃতা করেন।
জানা গেছে, ৫ আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামী প্রশান্ত কুমার রায় আত্মগোপনে রয়েছেন। শুক্রবার সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হন তিনি।
এ ব্যাপারে জানতে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ কর্মব্যস্ততার কারণে মুঠোফোনে কথা বলতে পারেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে। পুলিশের অনেক সদস্য ওই নির্বাচনের ডিউটিতে রয়েছেন। কতিপয় নেতাকর্মী এ সুযোগে ঝটিকা মিছিল করে থাকতে পারেন।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাজেই এ ধরনের মিছিল বেআইনী। মিছিলকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’