
বরগুনার বেতাগীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত। আজ বুধবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে নয়টায় শেখ রাসেল এর প্রকৃতিতে প্রথমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন প্রথমে ফুলের শুভেচ্ছা জানান। এর পরে বেতাগী থানা, মুক্তি যোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ রাসেলের ম্যুরালে ফুল দিয়ে জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
পরে ‘শেখ রাসেল দীপ্তময়-নির্ভিক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারা হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সর্বশেষ শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত সংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু বঙ্গমাতা, শেখ রাসেল সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য। দোয়া-মোনাজাত শেষে উৎসবমুখর পরিবেশে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়।