
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ মেজবা উল আলম ভূঁইয়া যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করে ৩৪তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন।
মোঃ মেজবা উল আলম ভূঁইয়া আগে কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। নতুন দায়িত্বে সরাইল উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকার বাসিন্দা। সংসার জীবনে এক কন্যা সন্তানের পিতা তিনি।
তিনি সোমবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এসময় নবাগত ইউএনও সাংবাদিকদের বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাইকে নিয়ে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে। সততা, দেশপ্রেম, এর মাধ্যমে আমি বা আমরা কাজ করতে পারি, তাহলে সরকারের যে উন্নয়ন লক্ষ্য মাত্রার যাত্রা সেটি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো।
এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক সরাইলবাসীর উন্নয়ন ও সমৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।