
পটুয়াখালীর কলাপাড়ায় অভিজাত ৯ টি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে পৌর শহরের সদর রোড ও নতুন বাজারে এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরের সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। তবে ঠিক কি পরিমান টাকা চুরি হয়েছে সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি। চুরি যাওয়া দোকানগুলো হালো সুবর্না বস্ত্রালয়, শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরী, নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন, সাহা কেবিন, নরেন্দ্র লাল সাহা এন্ড সন্স, কাজী ড্রাগ হাউজ ও নান্নু ট্রেডার্স।
সূবর্না বস্রালয়ের স্বত্বাধিকারী ও কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল হোসেন জানান, সিসি ক্যামেরা ফুটেজে চুরি করার প্রক্রিয়া লক্ষ করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চোরদের সনাক্ত করতে সব ধরনের সহায়তা করবে ব্যাবসায়ী সমিতি।
কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, চোর চক্রকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।