
ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের পেঁয়াজের বাজারে তদারকি মূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুরের জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেত্রীতে কোতায়ালী থানা পুলিশে ও চকবাজার বণিক সমিতির সদস্যদের সহযোগিতায় বাজার তদারকি মূলক বিশেষ অভিযান করা হয়। এ সময় ময়রাপট্টিতে অবস্হিত লিয়াকত ভ্যারাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
উল্লেখ্য গত ছয় সাত ধরে ফরিদপুরে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়া পাইকারী ও খুচরা পেঁয়াজ বাজারে অভিযান করেন জেলা ভোক্তা অধিদপ্তর।এবং বিভিন্ন পাইকারি খুচরা বিক্রেতা পেঁয়াজ ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়। তার ফলে পেঁয়াজের দাম অনেক কমে যওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দেয়া হয়েছে।
এ সময় জেলা ভোক্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানায়,বাজারে মুড়িকাটা নতুন পেঁয়াজ প্রতি কেজি পাইকারী ৫০-৬৫ টাকা এবং খুচরা বাজারে ৭০-৮০ টাকা,পুরাতন পেঁয়াজ বাজারে খুব একটা নেই, যা কেজি ১০০-১১০ টাকা এবং অপরদিকে এলসি ইন্ডিয়ান পেঁয়াজ ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।নতুন পেঁয়াজের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। দাম অনেক নিম্নমুখী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।