ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ

কুষ্টিয়া প্রেসক্লাব কমিটির অভিষেক ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা না বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগনের কাছে পৌঁছাতে পারেনি শুধু তারায় স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন।

১২ তারিখ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের দিশা হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এমপি এসব কথা বলেন। বিএনপি প্রশ্নে হানিফ এমপি আরও বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই।

বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যতদিন তারা সন্ত্রাস করবে ততদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে হানিফ বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহিদুজ্জামান।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, পলাশ মৃধা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজজামান শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যমলী, জাহিদুজ্জামান, সোহাগ আহমেদ, মিলন খন্দকার, কে এম শাহীন রেজা, সেলিম রেজা রনি, ফয়সাল চৌধুরী, শাহিন আলীকে প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি উত্তরীয় পরিয়ে দেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ