
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকার মাস্টার বাড়ির রাস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে নলছিটি পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে দপদপিয়া ইউনিয়ন কলেজের পাশে মাস্টার বাড়ির রাস্তার মুখে আমড়া গাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো দেশী অস্ত্র দুইটি রামদা, দুইটি চাপাটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
উদ্ধারকারী ডিউটিরত এসআই মোঃ শহিদুল আলম জানান, রাতে তিনি সহ এস আই মোঃ মাইনুল ইসলাম, এ এসআই মোঃ কাওসার আহমেদ সরকারি ডিউটি পালন করছেন। তখন স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করি। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি।
ওসি মুরাদ আলী বলেন, রাতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মজুদ কারী ব্যক্তিদের সনাক্তকরণে চেষ্টা চলছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।