রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম) অবহেলিত নারায়ণপুরবাসীর দীর্ঘদিনের দাবি একটা নৌ অ্যাম্বুলেন্স। নদীমাতৃক বাংলাদেশের ধারাবাহিকতায় নদীবেষ্টিত ইউনিয়ন নারায়ণপুর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নবাসী দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
নদীবেষ্টিত এই নারায়নপুরবাসীর দাবি একটি নৌ অ্যাম্বুলেন্স। বিভিন্ন দপ্তরে আবেদন করা সত্ত্বেও মিলছে না কোন সুফল। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন, জেলা প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন এলাকাবাসীর পক্ষে মোঃ আব্দুল কাদের মোল্লা। সে কুড়িগ্রাম জেলা লেবার পার্টির একজন সমন্বয়কারী।
মোঃ আব্দুল কাদের মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অবহেলিত নদীবেষ্টিত সাধারণ জনগণ। এ জন্য বন্যা এবং খরার মাঝে লড়াই করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। চিকিৎসা সেবার জন্য নেই কোন হাসপাতাল যদিও কমিউনিটি ক্লিনিক আছে নেই ডাক্তার নেই ঔষুধ। মুমূর্ষ রুগী এবং সন্তান প্রসবকারী মাকে উপজেলা স্বাস্থ্য সেবায়( হাসপাতালে) নিয়ে যেতেই রাস্তায় রোগী মারা যায়। আবার কোন না কোন বাড়িতেই সন্তান প্রসব হয়। নারায়নপুরবাসীর আরো কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, বিশেষ করে আমাদের একটি নৌ এম্বুলেন্স খুবই প্রয়োজন। বিশেষ করে নারায়ণপুরবাসীর পক্ষে জোরালোভাবে মোঃ আব্দুল কাদের মোল্লা বলেন, যদিও আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক তবুও স্বাধীনতা থেকে আমরা বিচ্ছিন্ন। আমরা বিভিন্ন মাধ্যমে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি ঢাকা, এট সঙ্গে যোগাযোগ করেছি এবং আশ্বাস পেয়েছি কিন্তু বাস্তবায়নের কোন আলামত পাইনি। নারায়নপুর ইউনিয়নবাসীর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি, একটি নৌ অ্যাম্বুলেন্স এর দ্রুত ব্যবস্থা করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সুদৃষ্টি দেবেন এটাই তাদের প্রত্যাশা।