
খুলনায় রূপসায় পুলিশের এর অভিযানে তিনশত দশ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সোমবার (১২ ডিসেম্বর ) শ্রীফলতলা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই মোঃ বাবুল হোসেনের নির্দেশনা এএসআই মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রুপসা থানাধীন নন্দনপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই দিন বিকেলে খুলনা জেলার রুপসা থানাধীন নন্দনপুর বটতলার মোড়ের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ থানা-রুপসা, জেলা খুলনাকে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর থেকে তিনশত দশ পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করে ।