ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪২(বিয়াল্লিশ) জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, সভাপতিত্বে ১২.১২.২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ডিসেম্বর/২০২৩ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সরকারি চাকরির নির্দিষ্ট বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় জেলা পুলিশের কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ কামাল উদ্দিন ও পরিছন্নতাকর্মী রামলাল কর্মজীবনে কর্মনিষ্ঠার সাথে অতিবাহিত করায় তাকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক তুলে দেন।
পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প,ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ৪২(বিয়াল্লিশ) জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, ; সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান; সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।