বান্দরবান জেলা সংবাদদাতাঃ পার্বত্য বান্দরবানের লামা উপজেলা টংকাবতী ইউনিয়নে পূর্ণবাসন চাকমা পাড়া এবং ইমানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায় আলীকদম সেনা জোন অভিযান চালিয়ে ৯ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
জানাযায়, শুক্রবার ২০ জুন ২০২৫ইং সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশক্রমে সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ পিএসসি এর দিকনির্দেশনায় সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস সংগঠনে ০৯ জন সক্রিয় সন্ত্রাসীকে বিভিন্ন সরঞ্জাম অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।
নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেএসএস (মূল) এর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছেঃ ০৪ গাদা বন্দুক, ২০ব্যারেল, ৩০ছুরি, ১০ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০ ট্যাব, ২০ মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র এবং অন্যান্য আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ পিএসসি বলেন,আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম এবং লামা এলাকায় কোন প্রকার চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার চাঁদাবাজি এবং যেকোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সদা তৎপর রয়েছে।