
দেশের ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন আন্তঃবিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাত- ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম (ইউজেএফ) কর্তৃক প্রতিবেদন ও কার্যক্রম অনুযায়ী দেশসেরা ৬ জন ক্যাম্পাস প্রতিবেদক ও সংগঠনকে পুরষ্কার প্রদান করা হয়েছে। এতে সাহসী ক্যাম্পাস প্রতিবেদক পুরষ্কার পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক এবং এশিয়ান টিভির (অনলাইন) ক্যাম্পাস প্রতিবেদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে অবস্থিত ক্যাপিটাল জার্নালিস্ট ফোরাম এর অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দেশের ক্যাম্পাস সাংবাদিকদের পুরষ্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম এর আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন, স্বাগত বক্তা ছিলেন ছিলেন সংগঠনটির সদস্য সচিব মুর্তজা হাসান ও সঞ্চালক ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি’র সভাপতি মুছা মল্লিক।
সাহসী ক্যাম্পাস প্রতিবেদক পুরষ্কারজয়ী বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা নিরাপত্তা ও সম্মানির বিচারে সবচেয়ে বেশি অবহেলিত ও নির্যাতিত। নিয়মিত প্রশাসনের সাথে অবস্থান করে তাদের বিভিন্ন অনিয়ম তুলে ধরতে গিয়ে নিয়মিত হামলা, মামলা থেকে ছাত্রত্ব বাতিলের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এ ধরনের আয়োজন ক্যাম্পাস সাংবাদিকদের আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে।
প্রসঙ্গত,কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ ২০২০-২০২১ সনে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সহ-সভাপতি, ২০২১-২০২২ সনে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ২০২২-২০২৩ সনে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।