
নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ৬৩ শিক্ষক-কর্মচারী রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছে। গত ৮ আগস্ট ২০১৮ তারিখে কলেজটি সরকারি করণ করা হয়।
এরপর শিক্ষক-কর্মচারীর সনদ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে গত ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরন বিধিমালা ২০১৮ এর বিধি ৫ ও ৬ মোতাবেক নিয়োগ প্রদান করেন।
নিয়োগ বিধি মোতাবেক গত ১১ ডিসেম্বর ডিজির নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু যোগদান করেন। এরপর গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অনার্সের শিক্ষক-কর্মচারিসহ সরকারিকৃত ৬২ শিক্ষক কর্মচারী যোগদানপত্র জমার মাধ্যমে সকল শিক্ষক-কর্মচারি সরকারিভাবে নিয়োগ পেলেন। শিক্ষক-কর্মচারীর চাকুরী সরকারিকরণ হওয়ায় তারা উল্লাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়ে আজ তার বাস্তবায়ন করলেন। কলেজ ও শিক্ষক-কর্মচারীদের সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব ও প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।