
নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
অব্যাহতি দেওয়া নেতা হলেন,আত্রাই উপজেলা শাখার বিএনপির সদস্য আবু বেলাল হোসেন জুয়েল।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আব্দুল জলিল চকলেট বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জেলা বিএনপির আহ্বায়ক এর নির্দেশক্রমে উপজেলা শাখার সদস্য আবু বেলাল হোসেন জুয়েলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।