ঢাকা, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একমাত্র ইসলামী শাসকই পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে: এডভোকেট মাহফুজুল হক
তিতাস নদীতে অভিযান, সাড়ে চার হাজার মিটার রিং জাল ধ্বংস
নওগাঁয় এসপি’র বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার-১
তারেক রহমানের পক্ষ থেকে নেছারাবাদ বিএনপি’র ঈদ উপহার বিতরণ
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু
নড়াইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
নলতায় এমজে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান
কালিগঞ্জ বিষ্ণুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ফরহাদ
গৃহযুদ্ধ-সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা,চাচা আটক নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে ৪৬,৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে রূপসী নওগাঁ’র ঈদ উপহার পেলো শতাধিক অসহায় পরিবার

দুই দলের সমাবেশে সতর্ক অবস্থানে পুলিশ

সরকার পতনের আন্দোলনে মাঠে কর্মসূচি পালন করছে বিএনপি; আর বায়তুল মোকারম মসজিদের দক্ষিণগেটে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীতে একদিনে বড় দুইদলের পৃথক সমাবেশ ঘিরে কড়া নজর রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। যেকোনো ধরণের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পুলিশ-র‌্যাব ভারিঅস্ত্রসজ্জে সজ্জিত হয়ে মাঠে রয়েছে। সমাবেশ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে রাজধানীর পল্টন, নাইটেঙ্গেল মোড়, মতিঝিল ও আশপাশের এলাকায় শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। জলকামান, রায়ট, প্রিজন ভ্যান নিয়ে পুলিশ অবস্থান নিয়ে আছে। বিএনপির সমাবেশে যোগ দিয়েছে দলটির হাজার হাজার নেতাকর্মী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, তারা শান্তিপূর্ণভাবে দুই দলের কর্মসূচি শেষ করতে শক্ত অবস্থানে রয়েছে।

সরেজমিনে রাজধানীর পল্টনসহ আশপাশের এলাকায় দেখা গেছে, সকাল থেকেই নয়াপল্টনের আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান।

সমাবেশ ঘিরে নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন, ‘আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তারা (বিএনপি) আমাদের কাছে অনুমতি নিয়েই কর্মসূচির আয়োজন করেছে। একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি অপচেষ্টা হতে পারে। তবে সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই প্রস্তুতি আমাদের আছে।’

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা তাদের রাজনৈতিক সভা-সমাবেশ করবে। কিন্তু এটা করতে গিয়ে যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, অগ্নিসংযোগ করে, বেআইনি কার্যকলাপ করে, তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

বিএনপির অভিযোগ, গতরাতে তাদের দলের কেন্দ্রীয় নেতা বুলুসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুই শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়। কর্মসূচি পালনে বাঁধা দিতেই এই ধরপাকড় চলছে। কিন্তু আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করতে কোনো ধরণের বাঁধার সম্মুখীন হচ্ছে না।

এদিকে রাজধানীতে বিভিন্ন বাস, ট্রাকে করে সরকার দলীয় নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার নিয়ে শান্তি সমাবেশে আসতে দেখা গেছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ