
পটুয়াখালী প্রেসক্লাবে অর্ধবার্ষিক সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক ক্লাবের সদস্যদের মাঝে শীত মৌসুমে ব্যবহারের জন্য উন্নত মানের একজোড়া লোটটো কোম্পানির কেডস ও লোটটো মুজো প্রদান করা হয় হয়েছে।জানা গেছে,
১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পটুয়াখালী প্রেসক্লাবের ৪৪ জন সদস্যদের হাতে কেডস তুলে দেন ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া, আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, কার্যকরী কমিটির সদস্য জালাল আহমেদ, আতিকুল আলম সোহেল, মোখলেছুর রহমান, মশিউর রহমান বাবলুসহ অন্যান্য সদস্যবৃন্দরা।
পরে পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।