
রাজধানীর মোহাম্মদপুর থানার বাস স্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহণের একটি বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- মো. শাহীন (২৪)ও আবু বকর (২২)।
সোমবার রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর তাদের হাতেনাতে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) মো. আজিজুল হক।
এসি আজিজুল বলেন, মোহাম্মদপুর থানার বা স্ট্যান্ডের ময়ূরভিলার সামনে মিডলাইন পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা পালানোর চেষ্টা করেছিল। আটক শাহীনের গ্রামের বাড়ী শরীয়তপুরের ভেদরগঞ্জে কিন্তু তিনি থাকেন আদাবরের মেহেদীবাগে। তার বাবার নাম হাসেম আলী। অন্যদিকে আবু বকরের বাড়ী মেহেদীবাগে। তার গ্রামের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর এলাকায়। বাবার নাম আব্দুল আজিজ।
আটককৃতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে এসি আজিজুল হক বলেন,তারা কেন বাসে আগুন দিয়েছে এবং কার নির্দেশে দিয়েছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে