1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মিরসরাইয়ে মিথ্যা মামলা হামলা ও মৎস্য খামার দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন আর কোন ফ্যাসিস্টকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না- রুহুল আমীন ভুঁইয়া আদাবরে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু মিরপুরে চুরি-ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি শাকিল গ্রেফতার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তানোরে বর্ষার শুরুতেই মাটির রাস্তা গুলোর বেহালদশাায় চরম দূর্ভোগে গ্রামের মানুষ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোর উপজেলার গ্রামীন জনপদের মাটির রাস্তা গুলো বর্ষার বৃষ্টিতে কাঁদায় বেহালদশায় পরিনত হয়েছে। ফলে, চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের মানুষ গুলো। গ্রামের লোকজন বলছেন, গ্রামীন জনপদের গ্রামের মাটির রাস্তা গুলো দীর্ঘদিন সংস্কার না করায় বর্ষার বৃষ্টিতে নষ্ট হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে, চরম দুর্ভোগের পাশাপাশি চরম মানবেতর জীবনযাপন করছেন গ্রামের মানুষ। পাঁয়ে হেঁটেই দীর্ঘপদ চলাচল করতে হচ্ছে গ্রামীন জনপদের মাটির রাস্তার ওই গ্রামের মানুষদের।

তানোর উপজেলার বিভিন্ন এলাকার মেইন সড়কের রাস্তা গুলো পাকা করণ করার পাশাপাশি ইট সলিং করা হলেও বেশির ভাগ গ্রামে যাতায়াতের (সড়ক) রাস্তা গুলো এখনো মাটির রাস্তা হিসেবেই রয়ে গেছে। গ্রামের ওই মাটির সড়ক রাস্তা গুলো দীর্ঘদিন মাটি ফেলে সংস্কার করা হয়নি। ফলে, মাটির সড়ক রাস্তা গুলো ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ছোট বড় গর্তে পরিনত হয়ে পানি জমে কাঁদায় পরিনত হয়েছে। ফলে, যানবাহন তো দুরের কথা ভুটভুটি ও মোটরসাইকেল এমনকি সাইকেল ও ভ্যান চালাতে পারছেন না গ্রামীন জনপদের এসব গ্রামের মানুষ।

তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভার মেইন সড়ক গুলো পাকা করণ করা হলেও এখনো বেশির ভাগ গ্রামের রাস্তা গুলো কাঁচা মাটিরই রয়ে গেছে। উপজেলার কলমা ইউপির নড়িয়াল হঠাৎ পাড়া, বিল্লি, নটিপাড়া, চন্দন কোঠা, শল্লাপাড়াসহ বেশির ভাগ গ্রামের ভেতের রাস্তা গুলোর বেহালদশায় চরম ভোগান্তিতে রয়েছেন গ্রামের জনসাধারণ। বাধাইড় ইউপির গাল্লা, ঝিনা খোর, জুমার পাড়া, মাড়িয়া, শিবরামপুর, হাপানিয়া,সহ প্রায় গ্রামের মাটির রাস্তার একই অবস্থা।

পাঁচন্দর ইউপির কৃষকপুর মোহাম্মাদপুর, জিতপুর চিমনা আদিবাসী পাড়া, যুগিশো গ্রামসহ প্রায় গ্রামের মাটির রাস্তায় বৃষ্টির পানি জমে কাঁদায় পরিনত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরনজাই ইউপির কাচারী পাড়া, ভাগনা, পূর্ব ভাগনা, সরকার পাড়া, সিধাইড়সহ বেশির ভাগ মাটির রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পোহাচ্ছেন গ্রামের মানুষ। তালন্দ ইউপির, কালনা কালনা আদিবাসী পাড়া, মোহর, লালপুর সালামপুর, দেবিপুর আড়াদীঘিসহ মাটির রাস্তা গুলো দীর্ঘদিন মাটি ফেলে সংস্কার না করায় চরম বিপাকে পড়েছেন মানুষ।

কামারগাঁ ইউপি মালশিরা, মাড়িযা মাঝিপাড়া, হরিপুর, ভবানীপুর, বাতাষপুরসহ বেশির ভাগ মাটির রাস্তায় বৃষ্টি পানি পড়ে কাঁদায় পরিনত হওয়ায় চরম দুর্ভোগে রযেছেন ওই সব গ্রামের মানুষ। চান্দুড়িয়া ইউপির কাঠালপাড়া, রাতৈল, হাড়দহ, সিলপুর, চান্দুড়িয়াসহ বেশির ভাগ মাটির রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে, পাঁয়ে হেঁটেই চলাচল করতে হচ্ছে গ্রামের মানুষকে। মুন্ডমালা পৌর সভা ও তানোর পৌর সভার বিভিন্ন মাটির রাস্তাও একই অবস্থা। এই ২ পৌর এলাকার পাকা রাস্তাগুলোও ভেঙে গর্তে পরিনত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানরা বলছেন, মাটির রাস্তা গুলো ৪০ দিনের কর্মসুচীর মাধ্যমে সংস্কার করা হয়। তারা বলছেন, গ্রামের মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকারী বরাদ্ধকৃত অর্থে ইন সলিং হেডিংবন্ড রাস্তা তৈরির উপর বেশি গুরুত্ন দেযা হচ্ছে। গ্রামের মেইন মেইন রাস্তা গুলো পাকা করার পাশাপাশি ইন সলিং করা হচ্ছে। আগামীতে মাটির রাস্তা গুলো সংস্কার করা হবে বলেও জানান চেয়ারম্যানরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com