
আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ আসনের স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
এমপি হেলাল বলেন, নৌকা বাংলাদেশের উন্নয়ন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। দেশবাসীর ভোটে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসে বলে দেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে সব স্থানে সার্বিক উন্নয়নের জোয়ারে ভাসে। যা অন্য কোন সরকারের সময়ে হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে উন্নয়ন চালিয়ে যাচ্ছে। তাই দেশবাসী বারবার নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আওয়ামী লীগ সরকার যখনি ক্ষমতায় আসে তখনি দেশের উন্নয়ন সংগঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী হেলাল আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, মোঃ আব্দুল মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান লিটন প্রমুখ।