
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ১১ দফা অবরোধের আগের রাতে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো। একই দাবিতে
মঙ্গলবার (১১ ডিসেম্বর) থেকে দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। এর আগে ১০ দফা অবরোধ কর্মসূচি পালন করেছে দলগুলো।
ডিআই/এসকে