
বিএনপির ডাকা চলমান অবরোধ কর্মসূচির দু দিন বিরতি শেষে আবারও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বিএনপির ১১ তম দফায় তিন দিনের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে ১০ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা -২ এর সিনিয়র সচিব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারাদেশে ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।
আদেশে আরও বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটরা আনসারদের মোতায়েনের বিষয়টি সার্বিক সমন্বয় করবেন।
ডিআই/এসকে