মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক কর্ম মূল্যায়নে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক। এছাড়াও সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বিরামপুর থানা।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলা পুলিশের আয়োজনে মে/২০২৫ইং মাসের মাসিক আইনশৃঙ্খলা,
শান্তি-শৃঙ্খলা রক্ষায় দক্ষতা ও নিষ্ঠার অনন্য নজির স্থাপন ও করার জন্য অপরাধ দমন পর্যালোচনা সভা শেষে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হককে জেলার শ্রেষ্ঠ ওসি ও বিরামপুর থানাকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত ঘোষণা করেন। সেই সঙ্গে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফাত হোসাইন।
দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফাত হোসাইনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এই পুরস্কার বিরামপুরবাসী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে।
তিনি আরো বলেন, আগামী দিনে বিরামপুর বাসীর জন্য আমরা আরো ভালো কিছু করতে চাই।
সভায় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।