
পটুয়াখালীর কলাপাড়ায় পাখিমারা বাজারে কৃষকরা বিক্ষোভ সমাবেশ করেছে। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় স্থানীয় ৫ শতাধিক কৃষক এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বক্তারা কৃষকদের নিকট থেকে সরাসরি ৪৯ কেজির বদলে ৪০ কেজিতে মণ হিসেবে ন্যায্যমূল্যে ধান ক্রয় এবং খাল বিল-জলাশয় দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
সমিতির নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং কৃষক নয়নাভিরাম গাইন নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমরেড নেতা নাসির তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক আতাজুল ইসলাম, কৃষক মোঃ আমিনুল ইসলাম ও আঃ হক গাজী প্রমুখ।
এসময় গরু ছাগলের হাট পুনরায় চালু ও নীলগঞ্জ ইউনিয়নের সকল খালের ইজারা বাতিলের দাবিতে বক্তব্য রাখেন তারা। সভা শেষে লাল পতাকা নিয়ে কৃষকরা বিক্ষোভ করেছেন।