
দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর গো-হাটে যাতায়াতের জন্য মহাসড়ক থেকে হাট পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সোনালীব্যাংক মোড়ে গো-হাটে যাতায়াতের পাকা রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আক্কাস আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম,ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী এএসএম শরিফুল ইসলাম ডাকুয়া, উপ-সহকারী প্রকৌশলী বিপাশা রায়, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য সুধী মন্ডলীবৃন্দ।
বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আক্কাস আলী বলেন, ২৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ১৭৫ মিটার এ রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হবে।