
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় বউয়ের সাথে অভিমান করে গলায় বউয়ের ওরনা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মাহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম মো. সজিব মিয়া(২২), সে অত্র পৌরসভার মসজিদ পাড়ার মো. বাচ্চু মিয়ার পুত্র। সজিব মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার স্থায়ী বাড়ী নবীনগর উপজেলায়। মসজিদ পাড়ায় ভাড়া থাকতেন।
১১/১২/২০২৩ সকালে সজিব মিয়া কাউকে কিছু না বলে দূ চালা টিনের ঘরে গিয়ে স্ত্রীর ব্যবহৃত একটি ওড়না তীরের সাথে পেছিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে। প্রতিবেশীরা বলছেন সজিব মাদকাসক্ত যুবক। ঘটনার আগে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছিল।