কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় পাবলিক লাইব্রেরির জুম সভার মাধ্যমে ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে এ সময় বোদা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সহ এলাকার সুধী সমাজ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাবলিক লাইব্রেরি স্থাপন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, বোদা উপজেলার ইতিপূর্বে কোন পাবলিক লাইব্রেরি না থাকায় জ্ঞান বিপাসু মানুষের অসুবিধার সৃষ্টি করেছিল। সারাদেশের ন্যায় বোদায় পাবলিক লাইব্রেরি স্থাপন হওয়ায় সাধারণ মানুষ জ্ঞান অর্জনের জন্য নির্মল পরিবেশে এই পাবলিক লাইব্রেরিটি ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে একটি আধুনিক গ্রন্থাগার ব্যবস্থা গড়ে উঠবে এবং জ্ঞান ও সংস্কৃতি চর্চায় সাধারণ মানুষের প্রবেশাধিকার বাড়বে। এর মাধ্যমে জ্ঞান ও শিক্ষার প্রসার লাইব্রেরিগুলো জ্ঞান আহরণের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা শিক্ষার প্রসার ঘটায় এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়তা করে।